শোন মায়াবতী


শোন মায়াবতী,

তুমি বোধহয় জানো না অপেক্ষাতে ও হতে পারে মানুষের মৃত্যু। আর কতোকাল আমি তোমার জন্য অপেক্ষা করবো। কতোকাল অপেক্ষা করলে তোমার দেখা মিলবে? তুমি আমার চোখের সামনে আসো। তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করে আমার। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে চাই তোমাকে। কতোকাল হয়ে গেলো তোমার দেখা মিলে না অগোচরে রয়ে গেছো তুমি সামনে আসো না বহুদিন..!! দিন গেলো, মাস গেলো আমি তোমায় দেখি না। কতোকাল পেরিয়ে গেছে তোমায় শোনা হয় না। আমারও তো তোমায় শুনতে ইচ্ছে হয় ।

আমি তোমাকে শোনার অপেক্ষায় থাকি।

যেমন থাকে নামাজি ব্যাক্তি মোয়াজ্জেনের অপেক্ষায়। কতোখানি বদলে গেছো তুমি। কেমন যাচ্ছে আজ তোমার দিনকাল আমি হীন। সবই "অজানা"। কেমন চলছে সুর? কেমন চলছে কথা? কিছুই জানি না আমি। কতোকাল তোমাকে বলা হয় না ভালোবাসি।মনের সমস্ত ভালোবাসা যেনো দুমড়ে মুচড়ে যাচ্ছে তোমাকে না বলাতে। তুমি আসো ফিরে, দাও দেখা। শুনাও কথা।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post