আত্মসম্মান সবার থাকে...



আত্মসম্মান সবার থাকে...

তবুও কেউ কেউ আবার একটা ম্যাসেজ করে ফেলে।

বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে, গুরুত্ব পাচ্ছে না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে। মুখের উপর বন্ধ হওয়া দরজায় কড়া নাড়িয়ে ফেলে, চলে যাচ্ছে বুঝলে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে ফেলে। বিনা অপরাধে ক্ষমা চেয়ে ফেলে, অপমানে-কষ্টে মায়ার জঙ্গল তৈরি করে ফেলে।

কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না, পায়ে পড়তে চায় না, মাথা ঝোঁকাতে চায় না।

ভালোবাসা এমন এক অনুভূতির নাম, যা মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post