দিন দিন তোমায় দেখার প্রবনতা যে হারে বাড়তেছে, মাঝে মাঝে মনে হয় এই বুঝি চক্ষু দুইটা খসে পড়বে মাটিতে।
মাঝে মাঝে মনে হয় তোমাকে দু-চোখে দেখার জন্য-ই আমার জন্ম আর আমার চোখের দৃষ্টি।
যদি এমনও হয় আমি মৃত্যু সজ্জায়, এমন সময়ে যদি কেউ জানতে চায় আমার শেষ ইচ্ছের কথা, আমি বলব- শেষবারের মতোন মন ভরে তোমায় দেখা।