জীবনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে! তবে কখনো কারো জন্য- চোখের কোণে অশ্রু জমেনি।
তোমার কথা মনে হতেই কেন জানি চোখের কোণে অশ্রু জমে! তোমার কথা ভাবতেই যেন বুকটা- ছিঁড়ে যায়।
তোমার কথা মনে হতেই আমার চোখ দুটো টলোমলো! আসলে কি জানো?
তুমি অন্যদের মতো ছিলেনা, তুমি ছিলে খুব হৃদয়ের বিশেষ একজন মানুষ।
দীর্ঘশ্বাস ছেড়ে ঠিকই প্রভুর কাছে বলি, যেন তোমায় ভালো রাখে!
চোখের কোণের জমা অশ্রু- অভিশাপ হয়ে তোমায় যেন স্পর্শ না করে।
ভালো থেকো তুমি, নতুন কোন শহরে, নতুন কারো বুকে, নতুন কারো মায়ায়।
সবকিছু একদিন ঠিক হোক বা না হোক, সবকিছু একদিন স্বাভাবিক হয়ে যায় ৷
আমি মানিয়ে নিতে নিতে অভ্যস্ত হয়ে যাই।
হয়ত বহু বছর পর আমাদের দেখা হবে কিন্তু কথা হবে না, সেদিন হাজার বছরের পরিচিত হলেও মনে হবে;
তুমি আর আমি কোনো এক আলাদা ভিনদেশি নাগরিক।
কিছু মানুষ জীবনে ঢেউয়ের ন্যায় আসে,
ভাসিয়ে নিয়ে যায় বহুদূর যেখান থেকে উঠে আসা সহজ নয়।
যাকে হারানোর ভয়ে বুকের ভেতর উত্তাল সমুদ্র প্লাবিত হয়,
যাকে পাবোনা জেনেও ভালোবাসা যায়।
একটা সময় তার স্মৃতিটুকু নিয়ে আমৃত্যু/কাল বেঁচে থাকতে হয়, এভাবেই জীবন চলে এভাবেই চলতে হয়, আহ্ জীবন কত ভয়ংকর সুন্দর