আমি তোমাকে ভালোবাসি এটা কখনো মিথ্যা ছিলো না' এটা ছিলো, তোমার প্রতি আমার প্রেম!
মায়া এবং ভালোবাসা, আমি তোমাকে চেয়েছি যেমনটি করে, একটি মানুষ মৃত্যুর আগে বাচতে চায়।
কখনো কি বুঝতে পারবে আমার এ অসিম ভালোবাসা, না বুঝতে তুমি পারবে না।
কখনো কী বুঝতে পেরেছিলে! একটি মানুষের প্রতি মানুষের মায়া।
কিভাবে তাকে ধংস করে, এগুলো যদি তুমি বুঝতে পারতে হয়তো কখনো ছেড়ে যেতে না?
কখনও কি ভেবে ছিলে যে, তোমার অভাবে কেউ একজন মন খারাপ করবে, বিস্মতা অনুভব করবে নিস্তব্ধ নিসংঙ্গ জীবন পার করবে।
তুমি ভাবতে পারোনি, তোমার অভাবে কেউ একজন হাতে সিগারেট নিয়ে তোমাকেই ভেবে যাবে!
আমার হয়ে ও কেন আমার হলে না বলতে পারো কী নেই আমার।
সবই তো ছিলো একটা সুস্থ সুন্দর মন তোমাকে হারানোর ভয়, নিজের করে পাওয়ার অপেক্ষা,
তোমাকে নিয়ে এ জীবন পার করে দেওয়ার আশা স্বপ্ন সব কিছুই তো ছিলো।
কেবল মাত্র তুমিই আমার ছিলে না, কি এমন ক্ষতি হতো তুমি আমার হলে, দিন কি কখনো রাত হতো না, সূর্য কী কখনো আলো দিতো না, পাহাড় কি তার বুকের ঝর্ণা বন্ধ করে দিতো, কি এমন ক্ষতি হতো যার জন্য তুমি আমার হওনি বলো।
ক্ষণস্থায়ি এ জীবনে তোমাকে পেলে আমার অথবা তোমার কি এমন হতো।
আক্ষেপ অপেক্ষা আমাকে ভাবায় কি থেকে কি হলো। আমি জানি তুমি ভালো আছো তবে, আমি কেন ভালো নেই, তোমার অভাবে কেমন জানি হয়ে গেছি, জানো তোমাকে একদিন বলেছিলাম না যে, তোমাকে হারালে আমি খারাপ হয়ে যাব, আসলেই আমি খারাপ হয়ে গেছি, তুমি কখনো বুঝতে পেরেছিলে যে, তোমার অভাবে একটি ভালো ছেলে, সিগারেটের মত ভয়ানক জিনিস পান করবে।
আসলে আমি ধূমপান করে তোমাকে, ভুলে যাওয়ার চেষ্টা করি তুমি কি জানো এটা আমি, কখনোই পারিনি বরং আরোও বেশি মনে পড়ে তোমাকে।
পরিবার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সমাজ আমাকে বলে, ভুলে যা ওকে কি সাংঘাতিক কথা, আসলেই কী তোমাকে ভুলে যাওয়া সম্ভব বলো।
তোমাকে না আমি ভালোবাসি, ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতটাই সহজ বলো।
যাকে ভালোবাসা যায় তাকে কখনোই ভুলে থাকা যায়না, বরং সবার সামনে ভুলে যাওয়ার নাটক করা যেতেই পারে তাই না।
আমার একটা কথা জানতে ইচ্ছে করে কখনোই কী তুমি আমাকে ভালোবাসোনি,
কই আমি তো তোমার ভালোবাসার কমতি দেখেনি, বরং আমি দেখেছিলাম আমার প্রতি তোমার ভালোবাসা সম্মানও শ্রদ্ধা ৷
হে প্রিয় মায়াবতী আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবেসেছি ভালোবেসে যাবো আমৃত্যু এ দেহে যতক্ষণ আছে প্ৰান।