তারপর আমরা দুজন আলাদা হয়ে গেলাম।


তারপর আমরা দুজন আলাদা হয়ে গেলাম।

হয়তো ভীষণ ব্যস্ততা কিংবা ভুল বোঝাবুঝির মিথ্যের রেস বাড়িয়ে দিলো আমাদের মাঝের দূরত্ব।

কমতে থাকলেও কথা, বাড়তে থাকলো রাগ।

মিথ্যে লড়াইয়ের ভিড়ে কেমন যেনো হারিয়ে গেল ভালো মুহূর্তের ফ্রেমগুলো। প্রথম প্রথম ইগো তারপর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম এই ঠান্ডা লড়াইয়ের মাঝে হারিয়ে গেল আমাদের মাঝের সবকিছু। এই চেনা শহরের বুকে একসাথে দেখলো না আর আমাদের কেউ। কারণ এখন আমরা দুজন একেবারেই আলাদা হয়ে গেছি, আর কিচ্ছু বেঁচে নেই।

তোমার মুখ সব সময়ই ভেসে বেড়ায় তয় হাসি মাখা যখনই ভেসে ওঠে বুকের মধ্যে দাউ দাউ জ্বলে হাহাক আগুন!

কেন জানো? শুধু এই শোকে যে, ঐ মুখ খানা ক্যান একান্ত আমার হইলো না! চিরদিন আমার হইলো না!

অথচ আমি একদিন ভেবেছিলাম সে হয়তো আমাকে প্রচন্ড রকমের ভালোবাসে!

তারপর!

সে হাড়িয়ে গেলো যতটা হাড়িয়ে গেলে আর তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ৷

তবে সে হাড়িয়ে যেয়েও যেন যায়নি এখনো রয়েছে আমার অন্তরের অন্তস্তলেতে।

সে ফুরিয়ে গিয়েও যায়নি বেঁচে আছে আমার অস্থিমজ্জার কোনায় কোনায়

সে ছিলো, সে আছে এবং সারাজীবন থাকবে আমার হৃদয়ে।

সারাজীবন আমার রক্তের শিরায় উপশিরায় বিচরন করবে।

সে থাকবে, সারাজীবন থাকবে, আমার মাঝে।

তুমি ভুলে যেওনা আমাকে আমি ভালোবাসি তোমাকে।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post