HomeLove❣️ তোমার ভালো থাকা কামনা করে দূরত্ব বাড়িয়ে নিলাম। byEmon Nath - ইমন নাথ -January 03, 2025 আমিও ভালো থাকতে চাই, তোমাকেও ভালো রাখতে চাই।অথচ, আমি ভালো থাকি তোমার সংস্পর্শে আর তুমি ভালো থাকো আমি দূরে থাকলে।সুতরাং আমাদের দু'জনের মধ্যে একজনকে ভালো এবং একজনকে খারাপ থাকতেই হবে, অতঃপর আমি তোমার ভালো থাকা কামনা করে দূরত্ব বাড়িয়ে নিলাম। Tags: Love❣️ Popular Facebook Twitter