প্রথমবার তোমার চোখে চোখ পড়াতে আমি তোমার প্রেমে পড়েছিলাম,এবং দ্বিতীয়বার চোখে চোখ পড়াতে ভালোবেসে ফেলছিলাম।
আর তৃতীয়বার যখন তোমার চোখে আমার চোখ পড়েছিল, তখন আমি তোমার মায়া পড়েছিলাম; এরপর আর কখনোই তোমার চোখ আমার চোখ পড়েনি, সবশেষে আবারও যদি কখনো আমাদের দেখা হয় এবং তোমার চোখে চোখ পড়ে, তখন নির্ঘাত আমার মৃ'ত্যু হবে।