Home তবে কি সত্যিই মুক্তি হয়?🖤 byEmon Nath - ইমন নাথ -December 23, 2024 তবে কি সত্যিই মুক্তি হয়?🖤"যার ফেরার অপেক্ষায় কেউ থাকে না, তার হারিয়ে যাওয়াই মুক্তি! জীবনের কিছু সম্পর্ক আমাদের গন্তব্য নয়, বরং পথের বাঁধা। তবে সেই বাঁধা যখন মুছে যায়, তখন সবকিছু থেকে হারিয়ে গিয়ে নিজেকে মুক্তি দিতে হয়!💔 Facebook Twitter