ভালোবাসলে মানুষ নিজের থেকেই এফোর্টস দেয়, তাকে বারবার বলে দিতে হয়না। কোনটা প্রয়োজন কোনটা না, কোনটা খারাপ লাগে কোনটা ভালো সেগুলো আস্তে আস্তে সে নিজেই রপ্ত করে ফেলে। এইযে আমাদের জেনারেশন পোস্টে মেনশন বা রিলস পাঠিয়ে ভাবে মানুষটা এরপর এসব দেখে তার যত্ন নেওয়া শিখবে, ভালবাসতে শিখবে এটা আদতেই ভুল। ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে মানুষ অটোমেটিক এফর্টস দেওয়া শিখে নেয়, তাকে বলে দিতে হয়না।
কেউ হয়তো রান্না করতে একদম জানে না দেখবেন ভালোবাসার মানুষটার পছন্দের খাবার টা বানানোর জন্য সে কতো চেষ্টা করছে, শিখছে, কেউ তাকে বলে দেয় নি, কেউ জোর করে নি, নিজেই করছে, উদ্যোগ নিজেরই।
আবার জ্বরে কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার রাত্রে ঘুম থেকে উঠে থার্মোমিটার দিচ্ছে, অথবা ওই তেল মশলা বিহীন রংচটা ফ্যাকাশে খাবার সেও তার পার্টনারের সাথে মন খুলে খাচ্ছে, যাতে ওই মানুষটির মনে না হয় সে অসুস্থ, সে যাতে কষ্ট না পায়।
আবার কেউ মুড সুইং বুঝে তার প্রিয় মানুষটিকে সময় দেওয়ার জন্য, বন্ধুদের সাথে আড্ডা ক্যানসেল করছে, অথবা কেউ গল্প শুনতে ভালোবাসে বলে তাকে গল্প শোনাচ্ছে। আবার কেউ রুটিন পরিবর্তন করছে, কেউ বা অভ্যাসে তাকে মিশিয়ে নিচ্ছে।
এই যে ছোটো ছোটো এফোর্টস, যত্ন নেওয়া, না বলা কথা নিজের থেকেই বুঝে নেওয়া, নিজের সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করা, সময় দেওয়া, ধৈর্য্য ধরে শুনতে পারা, এইযে একটা মনোভাব এটা সম্পূর্ণ নিজের, এটা কখনও আপনি বলে, কান্না করে, চেয়ে, ভিক্ষে করে, জোর খাটিয়ে আদায় করতে পারবেন না।
যার কথা বলার থাকবে সে নিজের থেকে আসবে , যার আপনার সাথে রাস্তা হাটবার প্রয়োজন থাকবে সে আপনার সাথেই ঘুরবে, যার আপনাকে ছাড়া কোনো অনুষ্ঠান কমপ্লিট হবে না সে ডাকবে আপনাকে, এগুলো নিজের থেকে আসে, ভেতর থেকে, ভালোবাসলে অটোমেটিক আসে।
নইলে রিলস পাঠিয়ে, বুঝিয়ে, দেখিয়ে, শুনিয়ে,। মেনসন করে এসব হয় না, একটু কথা বল না, একটু ঘুরতে চল না , একটু সময় দেও না,,,
এসব আপনি অভিযোগ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও কেউ নিজের থেকে আপনার জন্য না করলে এগুলো আপনি পাবেন না,
এটাকে luck বলে,
ঐযে বলে না পৃথিবীর সব বৈভব টাকা দিয়ে কেনা গেলেও ভালোবাসা যায় না,
এই জিনিস টাই টাকা দিয়ে ঠিক কিনতে পারবেন না,
চেষ্টা করে দেখতে পারেন তবে আমি বলছি হেরে যাবেন, এটা অতো সস্তা না এটার জন্য ভাগ্য লাগে, ভালোবাসা লাগে।