মায়ের পরে তুমিই সেই দ্বিতীয় নারী যারে আমি নিঃস্বার্থ ভাবে ভালোবাসি।
"মা" আমারে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে, মায়ের শরীরে রক্ত আমার শরীরে বইছে- সে ক্ষেত্রে মায়ের উপর আমার নিঃস্বার্থ ভালোবাসা থাকবে রক্তের টান থাকবে এটাই স্বাভাবিক,
কিন্তু তোমার সাথে তো আমার এইরকম কোন কানেকশন নেই, তবুও তোমারে কেন এতো ভালোবাসি? তোমার শরীরে রক্ত আমার শরীরে বইছে না, তবুও কেন তোমার প্রতি আমার এতো টান? তবুও তোমারে কেন এতো ভালোবাসি? যদি এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে তাহলে তুমিও নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবাসতে।