অবিশ্বাসের ছুরি


 বিশ্বাসটাকে জরুরি বিভাগে পাঠানোর জন্য ধন্যবাদ। যে বা যারা আমার বিশ্বাস আর ভরসায় উপরের আঘাত দিয়েছো তোমাদের প্রতি কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এই জন্য যে,তোমরা জীবনকে বুঝতে শিখিয়ে গেলে। আমার চোখে আঙুল দিয়ে দেখালে বিশ্বাসের ভরসার জায়গা সময় নিতে হয়।

সহজেই কাউকে বিশ্বাস করা মানে নিজের গলায় নিজেই ছুরি চালানো।তোমরা এও বুঝিয়ে গেলে কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এই সুত্রে জীবন চিনিয়ে গেছো মানেই জীবন এখন আমার হাতের মুঠোয়।

সাঁতার না জানা মানুষ যেমন একবার সাঁতার শিখে গেলে পানিতে ভয়ের কিছু থাকে না।তেমনই অবিশ্বাসের ছুরি যার গলায় একবার সয়ে গেছে,তার কাছে অবিশ্বাসের ছুরি এসে আঘাত করলেও,দ্বীর্ঘশ্বাস ছুরে মারতে পারে না সহজে।

যে বা যারা আমাকে ঠকিয়েছ বিভিন্ন কায়দায়, তাদের প্রতি আমার শিক্ষা গুরুর সালাম। তোমাদের জন্যই শিখেছি জীবন মানে যুদ্ধের ময়দান।টিকে থাকার জন্য নিজের সাথে নিজের যুদ্ধের কৌশল তোমাদের জন্যই শিখেছি।শিখেছি কাকে কোথায় রাখতে হয়। কার কাছে বুক, কার কাছে পিঠ, কার কাছে ঘৃণা, কার কাছে ক্ষমা রাখলে জীবন সুন্দর।

যে বা যারা জীবন চেনালে, অবিশ্বাসে, ঠকিয়ে, অপ্রেমে, তোমাদের প্রতি সত্যই কৃতজ্ঞতা। ক্ষমা করলে বেঁচে থাকা যায় ভেতর থেকে শান্তির শীতল শয্যা হয়ে উঠে,এটাও তোমাদেরই শিখানো পথ তাই সবশেষে ক্ষমা সুন্দর।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post