একটা চিঠি লিখুন,প্রেমে ভরা কথন লিখতে হবে না,
আপনি অভিযোগের সুরেই লিখেন।
তবুও একটা চিঠি লিখে পাঠান।
অগুছালো শব্দে, বিক্ষিপ্ত বর্ণে, ধূলিময় পাতায়,
কর্কশ স্বরে, অভিমানের পাহাড় লিখেন,
---তবুও একটা চিঠি লিখে পাঠান।
কালো কালি আর সবুজ খামে লিখতে হবে না,
আপনি বরং ছিঁড়া কাগজে বিষাদের কথন লিখেন।
-তবুও একটা অভিমানের চিঠি পাঠান।
স্নিগ্ধ বিকেল আর চাঁদনি রাতের প্রণয়ের কথা লিখতে হবে না,
প্রণয়ের কথা তো লিখবেনি না।
_আপনি বরং বিচ্ছেদের কথাই লিখুন।
----তবুও একটা চিঠি পাঠান।
মিথ্যে মায়া, মিথ্যে ভালোবাসা আর মিথ্যে শান্তনা দেওয়ার জন্য একটা চিঠি লিখুন,
বাস্তবে শান্তনা দেওয়ার জন্য তো চিঠি লিখবেনি না।
আপনি বরং মিথ্যে শান্তনা দেওয়ার জন্যই চিঠি লিখুন,
____তবুও একটা শান্তনা স্বরুপ চিঠি পাঠান।