বলেছিলাম, “ আমার মন্দ ভাগ্য, সম্পর্কের ক্ষেত্রে বড্ড অভাগা আমি! ” কথাটা শুনে তুমি মুচকি হেঁসে বলেছিলে, তোমার ভালোবাসা দিয়ে তা মিথ্যা প্রমাণ করবে।
আজ অনেকদিন পর মনে হলো, তুমি তো প্রমাণ করলে ঠিকই তবে আমার ভাগ্য তো বদলাতে পারলে না! সেই তো অনেকদিন হয়, ভালোবাসো না আমায়। ভালোবাসার অভ্যাসের দাস বানিয়ে দিব্যি আমায় ছাড়া থাকতে পারো। কষ্ট হয় না তোমার এদিকে ভালোবাসা আর আর্থিক সংকটে দিনকে দিন বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলছি! সব যন্ত্রণা, প্রবঞ্চনা- গঞ্জনার মুখোমুখি হয়ে আমি ফের তোমার দিকে তাকাই, তোমাকে ডাকি। অথচ তুমি সাড়া দাওনা আজকাল নিজেকেও ভালোবাসা হয় না ঠিকঠাক। তুমি ভালোবাসবে বলে, আমি তোমার দ্বারস্থ হই। অতঃপর দেখি চারদিক কেমন শূন্যতা আর একাকিত্বের হাহাকার! এমন মন্দ ভাগ্য নিয়ে তোমায় ভালোবাসা যায়, তবে বিনিময়ে ভালোবাসা আশা করা যায় না! তুমি তো চাইলেই ভুল প্রমাণ করতে পারতে। এত সংকট, এত অভাবের মাঝেও তুমি তো চাইলেই দু'হাত খুব শক্ত করে ধরে থাকতে পারতে। বলো, পারতে না?
সব অনুভূতি হারিয়ে যখন আমি বড্ড দিশেহারা, তখন তোমার নাগাল টুকুও পাইনা! তুমি হীনা হতাশা আর বিষন্নতায় মুখ থুবড়ে পড়ে থাকি। সময় গড়ায়, অথচ তোমার আর ভালোবাসার সময় হয় না। আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে দুঃখ ভুলানোর সময় হয় না। হু.......... অথচ তুমিই নাকি ভাগ্য বদলাবে। আমার ভাগ্য বদলাতে গিয়ে তুমিই কখন বদলে গেলে, নিজেও জানলে না।