বাকি ছিল তোমারে মন ভরে দীর্ঘ একটা জীবন ভালোবাসা।
বাকি ছিল তোমারে স্বযত্নে ফুলের মত হৃদয়ও মঞ্জিরে আগলে রাখা। বাকি ছিল কোন এক জোছন গলা রাত্তিরি তোমার দিকে চেয়ে থেকে নির্ঘুম কাটিয়ে দেওয়া। বাকি ছিল এই ভাঙাচুরা জীবনটা নিয়া তোমার সঙ্গে রুটি ভাতের একটা সংসার পাতা।
কি এক ঝড় যে এলো হায়! সে ঝড় আমাদের কোথায় কোথায় যে নিয়ে গেলো; একেবারে অচেনাই করে ছাড়লো। তোমারে হারাইলাম, হারাইলাম আমার আমিরেও।
ভালোবাসার চড়া বাজারে আমার স্বপ্ন বিক্রি হইয়া গেলো জলের ধরে। চিরকালের জন্য হাইরা গেলো আমার সমুদ্র সমেত আবেগ।
নিয়তি মেনে নিতে হয়, নিয়েছিও। তবুও কোন কোন দিন আমাদের পিছনে ফেলে আসা স্মৃতি আর সময়ের কথা মনে পড়লে, বুকের ভিতরটা কেমন শূন্য হয়ে আসে। এই শূন্যস্থান কিছুতেই পূরণ হয় না। কিছু কিছু শূন্যস্থান সম্ভবত কোনাকলেই পূর্ণ হয় না। যাকগে, আমাকে ছেড়ে যাকে বেছে নিলে, সে তোমায় পরিপূর্ণ ভালোবাসুক। আমার যে ভালোবাসা তোমাকে দেবার ছিল, সেসব তো এখন নিত্যদিনের দুঃখ...