দুঃখের কারাগারে আমারই যাবত জীবন সাজা হোক,
তোমার সুখ হোক। আমারে তো অবহেলাই কইরা গেলা, তোমার মানুষটা তোমারে ভীষণ যত্ন করুক। আমারে তুমি প্রয়োজন শেষে কাগজের ঠোঙার মতো ডাস্টবিন কইরা দিলা। যারে তুমি ভালোবাসবে, সে তোমারে ছুঁড়ে না ফেলে বুকেই রাখুক। সে বুঝুক বুকে মানুষ বুকেই সুন্দর।
আমি তো তোমারে পাইলামই না, তুমি যারে চাও তুমি তারে পাও। মাটির মানুষ হইয়া আসমানের চাঁদ ধরবার গেছিলাম, হাত ঝলসে যাবে বুঝতে পারি নাই। এই ভাঙাচুরা বুকটার মাঝে তোমারে নিয়া জীবন কাটাইবার স্বপ্ন দেখছিলাম, এ স্বপ্ন যে বুকটাই পুড়িয়ে দিবে ভাবতে পারি নাই। কত কিছুই তো ভাবছি তোমারে নিয়া, সেসব কিছুই তো হয়নি। আমার স্বপ্ন, আশা-ভরসা ইচ্ছে পূরণ হয়নি তো তাতে কি হয়েছে? তোমার হোক।
আমি তো চিরকাল তোমার ভালোবাসার কাঙাল ছিলাম; তোমার যেন ভালোবাসার অভাব না হয়। তোমার মানুষটা যেন তোমারে কোনদিও বুঝতে না দেয় ভালোবাসার দরিদ্রতা।
তুমি এখন আর আমার নাই, আমারে এখন আর ভালোবাসো না, সে কারণে আমিও যে তোমারে
ভালোবাসবো না, তোমার ভালো থাকা চাইবো না, এমনটা না। আমি তোমাকে ভালোবাসবো দূর থেকে, দূর থেকেই তোমার ভালো থাকা চাইবো।
মনে রেখো—
ভালোবাসা প্রকাশের অনেক ভাষাই আছে, তারমধ্যে
'প্রার্থনা' হচ্ছে সবচেয়ে সুন্দর ভাষা।