পৃথিবীতে অনেক আবেদনময়ী দামি পোশাকই আছে, কিন্তু বিশ্বাস করো আমার শুধু তোমারে শাড়িতেই ভাল্লাগে।
তুমি যখন শাড়ি আর কপালে তরমুজের দানার মত ছোট্ট একটা টিপ জড়িয়ে দুচোখে গাঢ় কাজল মাখো তখন তুমি হয়ে উঠো পৃথিবীর সবচেয়ে সুন্দর স্নিগ্ধ ফুল। অকৃত্রিমভাবেই আমার মনের বনের উপর দিয়ে প্রেমের শীতল ঝড় বয়ে যায়।
শাড়ি আর কপালে ছোট টিপ জড়ানো তোমার দিকে তাকালে আমি চোখ সরাতে পারি না। কি যে মায়া লাগে! কি অসম্ভব মুগ্ধতা, কি ভয়াবহ ঘোর। আমার মাঝেমধ্যে মনে হয় আমার কোন তীব্র অভিমানের সন্ধ্যায় তুমি যদি একটা সবুজ শাড়ি পরে হাওয়ায় তার আঁচল উড়িয়ে দাড়াও আমার সামনে নিমিশেষ আমার সমস্ত অভিমান, রাগ সবকিছু মুছে যাবে।
বিশ্বাস করো এ আমি সমস্ত হৃদয় দিয়ে বলছি, তুমি যতবার শাড়ি পরো, আমি ততবার তোমার প্রেমে পড়ি। তুমি শাড়ি জড়ালে আমার মনের করিডোরে জন্ম নেয় রঙীন বসন্ত,
ভালোবাসায় ভরে যায় আমার সমস্ত হৃদয়। আমার তখন বলতে ইচ্ছে করে, হায় ঈশ্বর আমার প্রেমিকা এত সুন্দর কেনো?
কারো যেন নজর না লাগে।