আমি একটু একটু করে হারিয়ে যাচ্ছি ভিষন অন্ধকারে! অতি চেনা মানুষ টা হয়ে যাচ্ছে অচেনা, চেনা মুখ এখন বড্ড অচেনা, বদলে যাচ্ছে প্রিয় মানুষটার ব্যবহার আচার আচরন, তবে কি হারিয়ে যাচ্ছি প্রিয় মানুষটার কাছ থেকে!!
আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি প্রিয়জনের প্রিয় লিস্ট থেকে! প্রিয় জনের প্রিয় জায়গা অন্য কেউ দখল করে নিচ্ছে!
আমি হয়ে যাচ্ছি প্রিয় জনের ভালোবাসা থেকে বঞ্চিত, যেভাবে অনাথ শিশু বঞ্চিত হয় মা বাবার ভালোবাসা থেকে!
আমি উপলব্ধি করতে পারতেছি, আমি প্রিয়জনের কাছ থেকে হারিয়ে যাচ্ছি, যে ভাবে আকাশে হারিয়ে যায় সুতো কাটা ঘুড়ি!
আমি হারিয়ে যাচ্ছি প্রিয়জনের কাছ থেকে অন্ধকারে, যে ভাবে রাতের আকাশে মেঘের মধ্যে হারিয়ে যায় পূর্নিমার চাঁদ!