তুমি তো চাইলেই আসতে পারো। এমন মন খারাপের সন্ধ্যায়, একাকিত্বের ক্ষণে, তোমায় ভীষণ মনে পড়ার ক্ষণে তুমি তো হুট করে আসতেই পারো।
কতদিন হয়ে গেল, অথচ তোমার আসার কোনো খবর নেই! এদিকে দিন চলে যায় একা একা, নিদারুণ যন্ত্ৰণায়! অভিমানী মনে আনমনে তোমায় ডাকি। অথচ কোথাও তোমার সাড়া নেই!
এভাবে একা একা কীভাবে বাঁচি? বলো...
অথচ বসন্ত আসে, শুকনো গাছে পাতা গজায়। কত উৎসব, কত আয়োজনে এ মন তবুও পড়ে থাকে তোমার কাছে।
তুমি তো চাইলেই আসতে পারো।
খরা বুকে তীব্র আলিঙ্গনে টেনে নিয়ে বৃষ্টি নামাতে পারো। ভালোবেসে বেঁচে থাকার ইচ্ছে আরও বিশাল করে দিতে পারো।
তুমি আসো না-ভালোবাসো না!
এদিকে পূর্ণিমা রাতে চাঁদ দেখে আরও মন খারাপ হয়! বিশ্রী লাগে সব, একদম বিশ্রী লাগে ৷
তুমি ছাড়া কোনোকিছুই যে ভাল্লাগে না।
তুমি এলেই আমি হাসতে পারি, ভালোবাসতে পারি পৃথিবীকে। তুমি ভালোবাসলেই আমার আর নিজেকে ভালোবাসার কোনো তাড়া নেই।