এমন দিনে নিজেকে আর সামলাই কী করে, বলো? এদিকে তুমি নাই অন্যদিকে তোমাকে কাছে পাওয়ার তীব্র আকুতি নিয়ে আমি যে বারবার ভেস্তে যাই! তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে দিশেহারা হয়ে আমি ছুটি কামনার পিছে। কামনা ভুলে আমি মায়ায় জড়িয়ে যাই। মায়ার শেকল পায়ে পরে আমি যে কোথাও যেতে পারি না। মূহুর্ত যায় বিষম সংকটে, আমি উন্মাদ তোমার প্রেমে, তোমার জন্য সোনা। গায়ে জড়িয়ে শাড়ি, কপালে ছোট্ট কালো টিপ, চোখে গাঢ় কাজল মেখে তুমি আমার সামনে দাঁড়ালে এইসব ঠুনকো আনন্দ মূহুর্তেই তোমার রূপের কাছে হার মানে। লুটিয়ে পড়তে ইচ্ছে করে তোমার বুকে, তোমার সারা গায়ে। এমন দিনে নিজেকে আর কীভাবে বেঁধে রাখি সোনা? বাঁধন হারা বন্য ঘোড়ার মতো দ্বিকবিদিক ছোটাছুটি করি। হৃদয়ে প্রেমের ঝড় বয়ে যায়, অথচ তুমি আসো না-ভালোবাসো না! দুঠোঁটে আকুতি ভরা ইশারা দেখেও তুমি বোঝো না, আমার যে তোমাকে প্রয়োজন। তোমার আদর ঠোঁটে মেখে আমি পৃথিবীর জাগতিক সৌন্দর্য ভুলে যাই। আজ পৃথিবীর সব সৌন্দর্য চোখে ভাসে, শুধু তুমি আসো না!এমন দিনে নিজেকে একা একা আর কতই সঙ্গ দেয়া যায়? তুমি এসে অন্তত মূহুর্ত সুন্দর করে দাও, এ হৃদয়ে অসীম প্রেমের ঢেউ তুলে তুমি আমার সর্বনাশ করে দাও সোনা, আজ সর্বনাশ করে দাও....