তোমাকে পাই বা না পাই! সেসব হিসাব আমি করিনা। অর্থনীতির ছাত্র হলেও আমার মন পড়ে থাকে সেই সাহিত্যে। তোমার মায়াকাজল চোখে, শীতল চাহনিতে, তোমার হাসিতে। তোমার নরম গালে। তোমার সুন্দর তুলতুলে হাতের ছোঁয়াতে।
আমি যে তোমাকে মন প্রাণ উজার করে ভালোবাসতে পারি এটাই আমার কাছে কত বড় স্বার্থকতা জানো তুমি? তোমার কোলে মাথা রাখার ইচ্ছে। তোমার হাতে খাওয়ার ইচ্ছে। বাজার থেকে বেছে বেছে সব্জি নিয়ে আসার ইচ্ছে। রান্নায় তোমাকে সাহায্য করার ইচ্ছে। রাত্র বেলায় তোমার গা হাত-পা টিপে দেওয়ার ইচ্ছে। হঠাৎ তোমাকে নিয়ে ছাদে বসে গল্প করার ইচ্ছে। চাঁদনী রাতে তোমাকে ভালোবাসার উপমা দেবার ইচ্ছে।
খুব ভোরে তোমাকে পানি ছিটিয়ে জাগিয়ে দেবার ইচ্ছে। তোমার হাতে দুইটা সুন্দর চুড়ি কিনে দিয়ে বলবো "সবসময় পরে থাকবা" সেই হাত নিজের মুখের সাথে লাগিয়ে রাখার ইচ্ছে।
রাতে খাবার পর যখন তুমি আয়নায় বসে চুল আঁচড়াবে আমি পাশের বইটা রেখে তোমার দিকে চেয়ে থাকতে থাকতেই একটা গল্প লিখে ফেলবো। তুমি হাসবে। তারপর আমার স্পর্শ পাবার ইচ্ছেই বলবে "টিপ পরবো?" আমি হ্যাঁ বলতেই কাছে আসবে।
মায়া আমি নিজেকে শেষ করার কথা বহুবার ভেবেছি। অথচ আল্লাহর কছম তোমাকে আমি এত ভালোবাসি যে তুমি কল্পনা আমি মানতে পারিনা। তোমাকে আমি পাবোই এই ইচ্ছেই বাঁচি।
এইযে কিছুক্ষণ আগেও মন খারাপ ছিলো। যখনি ভাবছি তোমাকে আমি মন ভোরে আদর করছি। তোমার বুকের উপর শুয়ে আছি তখন আমার ভেতরে যে সুখ বয়ে যাচ্ছে এই সুখের জন্যেই আমি ভালো আছি মায়া
মায়া আমি আগে ভাবতাম আমি তোমাকে আমার ভালোবাসা দেখিয়ে পেয়েই যাবো। এখন ভয় করে। আমি আসলে কিছুইনা। তোমার দয়াতে যদি তোমাকে পাই আমি তবে আমি কৃতজ্ঞ।
মায়া শোনোনা........ আমি তোমার পায়ের কাছে মাথানিচু করে বলতে চাই "তুমি আমাকে রেখে যেওনা প্লিজ! আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তুমিই আমার পবিত্র ভালোবাসা"
একটু চোখ ভোরে দেখা। হাসতে হাসতে বলা "ওইযে মেয়েটা নাম মায়া। মেয়েটা আমার বউ। আমার ভালোবাসা। মেয়েটা আমাকে খুব ভালোবাসে। আর
আমিও খুব ভালোবাসি
মায়া.... মায়া.. ও মায়া তোমাকে যে আমি খুব
ভালবাসি.......