সময়ের সাথে সাথে আমরা সবকিছু শিখে যাচ্ছি

সময়ের সাথে সাথে আমরা একটু একটু করে শিখে যাই, নাহ্ এভাবে আর নয়। এবার নিজেকে বদলে ফেলতেই হবে। যেভাবেই হোক যেমন করেই হোক এই যে আমিটা, তাকে এবার বিষাক্ত স্মৃতি থেকে সরিয়ে আনতে হবে ততটা, যতটা সরিয়ে নিলে তা আবছা হতে শুরু করে। জানি স্মৃতি থেকে মুক্তি মেলে না, তবে তার থেকে দূরে সরে যেতে যেতে একসময় তাতে ধুলো জমে, অবহেলার চাদরে ঢেকে হয় বিবর্ণ। আর ঠিক তখনই মানুষ আর সেই স্মৃতিদের মনে করে মন পুড়ায় না। তিক্ত হলে এটাই সত্য যে, একটা না একটা সময় মানুষ স্মৃতির গভীরতার পেছনের শোক ভুলে যায়। তাকে ভুলে যেতেই হয়।

আসলে কী বলতো, আমরা একটা সময় বুঝেই যাই। বুঝে যাই, ওসব বিষাক্ত স্মৃতি আকড়ে ধরে নিজেকে আর কষ্ট দিতে নেই, মন খারাপে সব কিছু উজাড় করে ভাসিয়ে দিতে নেই, চোখের জলকে অবলীলায় ঝরতে দিতে নেই। আমরা বুঝে যাই এবং শিখে যাই, কষ্ট দেওয়া মানুষের স্মৃতিকে আকড়ে নিজেকে আঘাত দিয়ে অনাদরে ফেলে দেওয়ার মতো চরম বোকামি আর কিছুতেই করতে নেই।

ঠিক তখনই আমরা সন্তপর্ণে একটু একটু করে নিজেকে গুছিয়ে নেই। এবং নিজের ভালোর রাখার নেশায় মত্ত হয়ে তাই করি, যা করে আমাদের আত্মা শান্তি পায়।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post