--আমাকে ছেড়ে যেও না....
এই কথাটা এতোটাই অর্থবহ, হৃদয়বিদারক যে মানুষটা ছেড়ে আসে সে যদি বুঝতো তাহলে পুরো পৃথিবী বিসর্জন দিয়ে হলেও তার সাথে থেকে যেতো..!! অথচ যারা ছেড়ে যায় তারা বুঝতেই পারে না ছোট্ট এই একটা কথায় লুকিয়ে আছে কত আক্ষেপ, কি সীমাহীন যন্ত্রণা, কাছে রাখার কত আপ্রাণ চেষ্টা..!! শেষ বেলায় এসে এই সবই মিথ্যে হয়ে যায়। ধূসর হয়ে আসে সব রঙ, ঠুনকো হয়ে যায় রাখতে চাওয়ার বাহানা, থেকে যাওয়ার ইচ্ছা, অভিমানী আবদার..!!
তখন কাজী নজরুল ইসলামের ঐ উক্তিটাকেই সবচেয়ে বেশি গ্রহনযোগ্য বলে মনে হয়..!!!
তুমারে যে চাইয়াছে ভুলেও একদিন কেবল মাত্র সেই জানে তোমারে ভুলা যে কি কঠিন।