তোমার যার জন্য মন খারাপ হয়, অনেক সময় সে জানতেও পারে না আর তুমি তাকে জানাতেও চাও না তোমার মন খারাপের কারণটা।
আর এই মন খারাপটা বেড়ে গিয়ে "অভিমান"হয়!
অথচ তুমি ভীষণ ভাবে চাও মানুষটা তোমার অভিমান ভাঙাবে। তোমার মন খারাপের কারণ
জানতে চাইবে। অথচ এমনটা হয় না!
আর তুমি তখন ভিতর ভিতর ভাঙতে থাকো, ভালোবাসার মানুষটার প্রতি দূরত্ব বাড়িয়ে দাও।
নড়বড়ে হয়ে যায় বিশ্বাস ! অথচ সেই মানুষটা আদৌ কিছু জানতে পারে না!
তাই বলে দাও তোমার মন খারাপের কারণ, জানিয়ে দাও তোমার অভিমান,
তারপর দেখোই না কি হয়!