নিজেকে ভালোবাসতে শিখে।

 আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, মনের সমস্ত ময়লা... রাগ, ক্রোধ, হিংসা, ঘৃণাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আবার মায়ামমতা দিয়ে ধুয়ে চকচকে করে ফেলছি, একটু একটু করে।

শাড়ি রোদে দেবার মতন মনটাকেও কড়া রোদে মেলে দিচ্ছি, ঘাগুলোকে শুকোতে দিচ্ছি।
খুব ভালো লাগছে ক্ষমা করে দিতে, ক্ষমা চেয়ে নিতে।
খুব শান্তি লাগছে যখন-তখন কেঁদে নিজেকে হালকা করতে পেরে।
দেখে যাও সবাই, শুনে যাও, আজ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি! নিজের শরীর আর মনকে যত্ন দিতে শিখেছি।
আমার এখন সব ভালো লাগে, সব্বাইকে ভালো লাগে।
ইচ্ছে করে, এত সুন্দর করে ভালোবাসতে পারার আনন্দে একে ওকে জড়িয়ে ধরে নাচি, গান গাই, আবৃত্তি করি।
ইচ্ছে করছে ভালোবাসতে পারাটা সবাইকে শিখিয়ে দিতে। কী করে নিজেকে আর অন্যকে ভালোবাসায় মেখে ফেলতে হয়, আমার খুব ইচ্ছে করছে তা শিখিয়ে দিতে।
শোনো, ছোট্ট একটা জীবন, ভালো না বেসেই, ভালোবাসা না পেয়েই কাটিয়ে দিয়ো না কেউ!
প্লিজ, একটা বার বাঁচার মতন বেঁচেই দেখো, কী ভীষণ আনন্দ হয়!
শুধুই বেঁচে থেকো না, সুন্দর করে গুছিয়ে বাঁচো, নিজেকে যত্ন করে ভালোবেসে বাঁচো, অন্যকেও ভালোবাসা দিয়ে সারিয়ে তোলো।
স্রেফ নিজেকে ভালোবেসে বেঁচে থাকার আর্টটা শেখো, প্রয়োজনে আজ থেকেই শেখার শুরুটা করো।
আমি দায়িত্ব নিয়ে বলছি, জীবনে আর কিছু না শিখলেও তোমার চলবে।
ভালোবাসো, ভালোবাসা নাও,
ভালোবাসো, ভালোবাসতে দাও।
নিশ্চিন্তে ভালোবাসার বুকে আছড়ে পড়ো,
ভালোবাসার কাছে ভালোবাসাকেই মাথা নোয়াতে দাও।

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post