আজ তুমি সে না😔

 শুনলাম তুমি সম্পর্কে গেছো ।

বহুবছর হল তোমার গলা শুনিনা ।

শুনলাম তুমি মনের মানুষ পেয়ে গেছো । 

যে তোমার মনের যত্ন রাখে ,

যে তোমার আদর স্পর্শ মাখে ।


আমার মতোন বাউন্ডুলে সে নিশ্চই নয় ,

আমিও মুক্ত আজ, 

আছে শুধুই নিজেকে হারানোর ভয় ।

সে নিশ্চয়ই মেনেই চলে তোমার সব নিয়মকানুন ,

আমিই ছিলাম বোকা,

বুঝিনি, অঙ্ক না কষে কথা বলা বারণ ।


আমি আর তোমার যোগ্য হলাম কই ,

তবে তুমিই যে আমার প্রথম লেখা বই ।

সে হল তোমার নায়িকা আর আমিই হলাম ঘেন্না ,

কিন্তু আমি যাকে ভালোবাসতাম, তুমি তো সে না !


আমিই শেষের উপসংহার, আর সে হল গল্প 

তুমি আর সে নেই , যাকে আমি চাইবো ।

বছরখানেক বাদে যদি হয় দেখা ,

চোখে চোখটা রেখো, বলতে হবেনা কথা ।


তোমার মতে আমি ঘেন্নার যোগ্য ,

যাকে থাকতে পারেনা ভালোবাসার কোনো কারণ,

যাকে ফেলে দিয়ে যাওয়ার পথে,

ফিরে তাকানোটাও তোমার বিধিতে বারণ ।


যাও ফিরে, করবো না আর মানা ,

কারণ এতদিন যাকে চাইতাম, আজ তুমি সে না ।


কলমেঃ রুদ্রানী 

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post